• রাজ্য সরকারের ‘‌উৎসশ্রী’‌ পোর্টালের অবস্থা কী?‌ রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট
    হিন্দুস্তান টাইমস | ০৩ জানুয়ারি ২০২৫
  • রাজ্য সরকারের ‘উৎসশ্রী’ পোর্টালের এখন ঠিক কী অবস্থা তা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ২১ জানুয়ারি কলকাতা হাইকোর্টের কাছে এই রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারকে। শিক্ষক–শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে যাতে সুবিধা হয় তাই উৎসশ্রী পোর্টাল চালু করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই পোর্টাল চালু হওয়ার পর নানা অভিযোগ উঠতে থাকে। দিনের পর দিন আবেদন জানিয়েও সুরাহা হচ্ছিল না বলে অভিযোগ। তাই শিক্ষক–শিক্ষিকাদের একাংশ মামলা করে কলকাতা হাইকোর্টে।

    শিক্ষা দফতরের নির্দেশে এখন বন্ধ রয়েছে শিক্ষক–শিক্ষিকাদের বদলি বিষয়ক পোর্টাল ‘‌উৎসশ্রী’‌। আর এটা বন্ধ থাকায় আরও সমস্যা তৈরি হয়েছে। এবার ওই ‘‌উৎসশ্রী’‌ পোর্টালের এখনকার অবস্থা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এই পোর্টাল খোলা নিয়ে এবার রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। কারণ এই পোর্টালে আবেদন করে দীর্ঘদিন কোনও সাড়া পাচ্ছেন না শিক্ষক–শিক্ষিকারা বলে অভিযোগ। তাই এই নিয়ে মামলা এবং রিপোর্ট তলবের বিষয়টি ঘটেছে।

    ২০২২ সালে এক স্কুল থেকে আর এক স্কুলে বদলি চেয়ে ‘‌উৎসশ্রী’‌ পোর্টালে আবেদন করেন অপরূপা পাঠক নামে একজন শিক্ষিকা। কিন্তু তারপর এত সময় কেটে গেলেও তিনি নদিয়ার জামশেরপুরে কর্মরত রয়ে গিয়েছেন। তিনি বদলি চেয়ে উত্তর ২৪ পরগনায় যেতে চান। যেহেতু সেখানেই তাঁর সবকিছু। ২০২২ সালে ওই শিক্ষিকা আবেদন করার পর আড়াই বছর কেটে গেলেও কোনও সুরাহা হয়নি। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা অপরূপা পাঠক। তারপরই তলব করল রিপোর্ট। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

    এছাড়া অপরূপা পাঠকের দাবি, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বদলির আবেদন করেন তিনি। কিন্তু এখনও সেটা কার্যকর করা হয়নি। অপরূপা পাঠক নদিয়া থেকে উত্তর ২৪ পরগনার কোনও স্কুলে বদলি চেয়েছিলেন। দীর্ঘদিন কোনও সুরাহা না হওয়ায় তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন। গতকাল শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য ‘‌উৎসশ্রী’‌ পোর্টালের সাম্প্রতিক অবস্থা জানতে চান। এই পোর্টাল খোলার বিষয়ে রাজ্য সরকারের অবস্থানও জানতে চেয়েছেন তিনি। শিক্ষক বদলির মামলায় আগামী ২১ জানুয়ারি তারিখের মধ্যে রাজ্য সরকারকে ওই রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)