মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভার ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৪টি। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল আটটি আসনে জয়লাভ করেছিল। শুক্রবার সাত জন বাম এবং কংগ্রেস সদস্য শাসকদলে যোগ দেন। এখন তৃণমূলের মোট সদস্য ১৫ জন। ফলে ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত জানান, এই পঞ্চায়েত এত দিন বিরোধীদের দখলে থাকলেও শুক্রবার থেকে তা তৃণমূলের।
বহরমপুরের কংগ্রেস নেতা মাহফুজ আলম ডালিম পাল্টা বলেন, ‘‘তৃণমূল কখনওই জনমতকে গুরুত্ব দেয় না। তারা এই নির্বাচন প্রক্রিয়াকে মানে না। মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। কিন্তু আমাদের সদস্যদের ভয় এবং প্রলোভন দেখিয়ে ওরা পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়েছে।’’ কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে বিধায়ক নিয়ামত শেখ বলেন, ‘‘বিরোধীদের মিথ্যে প্রচারে বিভ্রান্ত হয়ে কিছু লোক অন্য দলে গিয়েছিলেন। উন্নয়নের স্বার্থে তাঁরা আবার তৃণমূলে যোগদান করলেন।’’