পুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবার রোডে দুটো বাস রেষারেষি করছিল। বেহালা চৌরাস্তার কাছে বাড়িতে ঢোকার গলির মুখে সানার গাড়িতে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস ধাক্কা মারে সানার গাড়িতে। গাড়ির একদিক তুবড়ে গিয়েছে। একটা জানলার কাঁচ ভেঙেছে। ধাক্কায় গাড়িটা উল্টেও যেতে পারত।
বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সৌরভ কন্যা। তবে দুর্ঘটনার অভিঘাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তৎপরতায় সানাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। যদিও বিষয়টি নিয়ে অবশ্য প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি সৌরভের পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।