• সাধারণ মানুষ এখন আমায় অত্যাচার করে, কারও মনুষ্যত্ব নেই, আক্ষেপ রানু মণ্ডলের...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নেটপাড়ার আলো সরতেই ফের অন্ধকারে দিন কাটছে রানাঘাটের  রানু মণ্ডলের।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রানু মণ্ডলের বাড়ি রানাঘাট থানার বেগোপাড়া চার্চের ঠিক পাশেই।  এক সময় রানাঘাট প্ল্যাটফর্মের উপর গান গেয়ে ভিক্ষে করতেন। তাঁর কন্ঠে লতা মঙ্গেশকরের গান শুনতে ভিড় জমাতেন অনেকেই। সেই গান ভাইরাল এবং হঠাৎই একদিন রানুর ভাগ্যের ভোল বদল।

    রানু পাড়ি দিয়েছিলেন সুদুর মুম্বইতে। গান গাইলেন সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে। পাশাপাশি বাংলার বিভিন্ন চ্যানেলেও তখন রমরমা রানু মণ্ডলকে নিয়ে। রেকর্ডিংয়ের পর রানুর কন্ঠে গান শুনল সারা দেশ। ভাগ্যের চাকা সেদিন থেকেই ঘুরে গেল রানুর জীবনে। তাঁর বায়োগ্রাফি তৈরি করবার জন্য বাড়িতে পরিচালক এসে শুটিং পর্যন্ত করেছেন। সেই সময়টা গমগম করত তাঁর বাড়ি। গানের জন্য তাঁর কাছে প্রচুর অফারও আসছিল। রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া ছাড়াও প্রোগ্রাম করতে দুবাই পর্যন্ত ছুটেছেন রানু। 

    পাল্টেছে সময়। বদলেছে রানু মণ্ডলের জীবনের চাকার গতি। কঠিন হলেও সত্যি যে আজ সেই রানু মণ্ডল সকলের করুণার পাত্র হয়ে দাঁড়িয়েছেন। পুরনো সেই দিনের কথা বলে আজও আক্ষেপ করেন নিজের থেকেই।  চিরদিন কারো সমান যায় না এই কথাটা বোধহয় সবথেকে বেশি খাটে তাঁর জন্য। জীবন তাকে নিয়ে যেন ছিনিমিনি খেলেছে।  বলতে গেলে এখন তিনি সর্বহারা। ভাঙাচোরা বাড়িতেই থাকেন তিনি। কোনওদিন খাবার জোটে তো কোনওদিন জোটে না। আর্থিক এবং মানসিক পরিস্থিতি তাঁর এখন অনেকটাই খারাপ। নেই কোনও স্থায়ী উপার্জন। মাঝেমধ্যে কিছু মানুষ তাঁকে দেখতে এসে খাবার দিয়ে অদ্ভুত নাচ-গান করিয়ে তাঁকে যেটুকু দেন তাতেই তাঁর দিন গুজরান হয়।

    একসময় যারা তাঁর গান ভাইরাল হওয়ার পর তাঁর সঙ্গে ছিলেন তাঁরাও আর কেউ খোঁজ রাখেন না। তবে এ বিষয়ে প্রতিবেশীরা বলেন, রানু মন্ডল বাড়িতে একাই থাকেন। তবে শারীরিকভাবে সুস্থ নেই। কিছুটা হলেও মানসিকভাবে বিধ্বস্ত তিনি।

    রানু নিজে কী বলছেন? তাঁর কথায়, 'শুধু ২০১৯ সালটা আমার জীবনে লাকি। তারপর থেকে খুবই বাজে সময় কাটছে আমার। ঘরে আটা-ময়দা, কিছুই থাকে না। সাধারণ মানুষ আমাকে এখন 'টর্চার' করে। কারও মনুষ্যত্ব নেই। যারা আমাকে ভাইরাল করেছিল তারা আমার কেউ খোঁজ রাখে না। মানুষ এখন স্বার্থপর হয়ে গিয়েছে।'
  • Link to this news (আজকাল)