• জমি নিয়ে বিবাদ, জয়নগরে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে উত্তপ্ত জয়নগর। এলাকায় ব্যাপক বোমাবাজি, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় থানার আধিকারিক ছাড়াও এসেছেন পুলিশের পদস্থ কর্তারা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণার জয়নগর বিধানসভার বকুলতলা থানার শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের হানারবাটি এলাকায় দুই পরিবারের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয়।

     

    কথা কাটাকাটি থেকে বচসা এবং তারপরেই দুই পরিবারের সদস্যরা একে অন্যের দিকে লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে বলে অভিযোগ। গোলমাল চলাকালীন ভাঙচুর করা হয় কয়েকটি বাড়ি। জানা যায়, ওই এলাকার বাসিন্দা নূর মহম্মদ শেখের সঙ্গে প্রতিবেশী বাসার শেখের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। তার থেকেই এই ঘটনার সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জয়নগরের সিআই সুবীর ঢালি ও বকুলতলা থানার ওসি প্রদীপ রায়। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। স্থানীয় বাসিন্দা আসমিনা বিবি নামে এক মহিলা জানান, ঘটনার জেরে তাঁরা আতঙ্কিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৩০টির কাছাকাছি বোমা ফাটানো হয়েছে।‌ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত বোমা এল কোথা থেকে?
  • Link to this news (আজকাল)