সারাদিনের চেষ্টাতেও শেষ রক্ষা হল না, স্থানীয় যুবকের সাহায্যে কয়লা খনি থেকে উদ্ধার নিথর দেহ
আজকাল | ০৪ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আসানসোলে পরিত্যক্ত একটি অবৈধ কয়লা খনিতে পড়ে গিয়েছিল যুবক। সারাদিন ধরে চেষ্টা করার পর জীবিত অবস্থায় উদ্ধার করা গেল না ভীষম রায়কে। স্থানীয় বাসিন্দার সাহায্যে তাঁর নিথর দেহ তুলে আনা হল খনি খাদান থেকে।
শুক্রবার সকাল থেকেই উদ্ধারকাজে হাত লাগিয়েছিল কোলিয়ারির মাইন রেসকিউ টিম এবং দমকল বাহিনী। সারাদিন চেষ্টা করেও সফল হননি। অবশেষ এগিয়ে আসেন এলাকার বাসিন্দা শেখ শাহাজাদ। স্থানীয় বৈজন্তিপুরের বাসিন্দা শাহাজাদ খাদের মধ্যে নেমে প্রথমে খাদে থাকা সিঁড়ি ক্রেনের মাধ্যমে উপরে তুলে দেন। তারপরে খাদে থাকা জলে কিছুক্ষণ খোঁজার পর ভীষমের মৃতদেহ উদ্ধার করেন। শাহাজাদ জানান, এই ধরনের কাজে অভিজ্ঞতা রয়েছে। এর আগেও এই ধরনের কাজ সে করেছে। খাদের ভেতরে সাধারণত বিষাক্ত গ্যাস থাকে। কিন্তু সে তাঁর মতো করে পরীক্ষা করে দেখে নিয়েছে যে খাদে কোনও গ্যাস নেই। তারপরেই শাহাজাদ নেমে খুব তাড়াতাড়ি খাদে নেম ভীষমের দেহ উদ্ধার করেন।
শুক্রবার ভোর চারটে নাগাদ আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তোড়িয়া এরিয়ার নর্থ সিয়ারসোল খোলা মুখ খনি সংগলগ্ন এক পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে যান ভীষম। বছর ৩৮-এর ওই যুবকের বাড়ি আসানসোলের রানিগঞ্জের মহাবীর কোলিয়ারির যাদব পাড়ায়। প্রায় ১৩০ ফুট গভীর খনিতে পড়ে গিয়েছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নামে রেসকিউ টিম এবং দমকল বাহিনী। কিন্তু সারাদিনের প্রচেষ্টার পরেই তারা ব্যর্থ হন। অবশেষে শাহাজাদের সহায়তায় এদিন বিকেলে উদ্ধার করা হয় ভীষমের দেহ।