বেহালা চৌরাস্তায় সৌরভের মেয়ের গাড়িতে বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন সানা
আজকাল | ০৪ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আবার কলকাতা শহরে বেপরোয়া বাস চালানোর ঘটনা। এবার তার শিকার সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি। শুক্রবার সন্ধেয় বাড়ির কাছেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সরাসরি সানার গাড়িতে ধাক্কা মারে বাস। বেহালার ডায়মন্ড হারবার রোডে চৌরাস্তায় কাছে ঘটে এই ঘটনা। দুটো বাস নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে। জানা গিয়েছে, চালকের আসনের পাশেই বসে ছিলেন সৌরভ কন্যা। কিন্তু চালকের আসনের দিকে ধাক্কা লাগে। চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গাড়ির ক্ষতি হলেও সানার কোনও আঘাত লাগেনি। অল্পের জন্য রক্ষা পান সৌরভের মেয়ে। তবে দুর্ঘটনার অভিঘাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সানা।
জানা গিয়েছে, বাসটি আমতলায় দিকে যাচ্ছিল। বাসের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ কন্যার গাড়িতে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিস্থিতি এমন হয়েছিল যে সানার গাড়ি উল্টে যেতে পারত। তবে ড্রাইভারের তৎপরতায় বড় রকমের দুর্ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। সৌরভ গাঙ্গুলির মেয়ের সঙ্গে এই দুর্ঘটনা ঘটায় নড়েচড়ে বসে পুলিশ। তৎপরতায় সঙ্গে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বাস চালককে। সৌরভের পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।