• ফেব্রুয়ারির শুরুতেই দেউচা-পাচামিতে শুরু হচ্ছে খননের কাজ
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, সিউড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বীরভূমের জেলা শাসক বিধান রায়ের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার বীরভূমের মহম্মদ বাজার বিডিও অফিসে এই বৈঠকে হাজির ছিলেন জেলা প্রশাসনের অন্য কর্তারাও। বৈঠকের পরেই সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মুখ্য সচিব। জানানো হয় ফেব্রুয়ারির শুরুতেই দেউচা-পাচামিতে এশিয়ার সর্ববৃহৎ কয়লাখনির খননের কাজ শুরু হবে।

    মনোজ পন্থ জানান, প্রাথমিক ভাবে চাঁদা মৌজাতে সরকারি জমিতেই খনন কার্য শুরু করা হবে। এক্ষেত্রে সরকারের হাতে থাকা ১২ একর জমিতে খননকাজ করতে কোনও অসুবিধা নেই। প্রাথমিক পর্যায়ে ৩২৬ একর জমিতে এই খননকার্য শুরু করার পরিকল্পনা করা হয়েছে। এই জমির মধ্যে ১২ একর রয়েছে সরকারি জমি ও বাকি কিছুটা এলাকা রয়েছে গ্রাম, খাদান ও পরিত্যক্ত এলাকা।

    সূত্রের খবর, এই খনি এলাকায় পাথর থাকায় প্রথমে ব্যাসল্ট মাইনিংয়ের কাজ শুরু হবে। এরজন্য আগামী ১৫-২০ দিনের মধ্যেই ফিল্ড ওয়ার্ক শুরু করা হবে। এরপর ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে শুরু হবে মূল খননের কাজ।

    উল্লেখ্য বিষয় হল, দেউচা-পাচামি হতে চলেছে এশিয়ার সর্ববৃহৎ কয়লাখনি। এই এলাকায় প্রায় ১.২ বিলিয়ান মেট্রিক টন কয়লা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও খনন কাজ চলবে ব্যাসল্ট ছাড়াও অন্যান্য খনিজেরও। ফলে আগামী কয়েক মাসের মধ্যেই দেউচা-পাচামি যে অন্যতম আকর্ষণ হতে চলেছে তা বলাই বাহুল্য।
  • Link to this news (বর্তমান)