• অভিষেক ভুল বুঝেছেন, চাইলে ব্যাখ্যা দিয়ে আসব: কুণাল
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জানুয়ারি ২০২৫
  • আরজিকর কাণ্ডে মমতার ইস্তফা দাবি করা শিল্পীদের বয়কটের নিদান দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দলের জলসাতে যাতে এইসব শিল্পীদের আমন্ত্রণ জানানো না হয়, তার জন্য ফতোয়া দিয়েছিলেন তিনি। সেই বিষয়টি নিয়ে সরাসরি আপত্তি তোলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি সাফ জানিয়ে দেন, কুণাল যা বলেছেন, তা ‘দলের অবস্থান’ নয়। এবার সেই বিষয়টি নিয়ে তৃণমূলের এই শীর্ষ নেতৃত্বের মান ভাঙাতে আসরে নেমেছেন স্বয়ং কুণাল ঘোষ। তিনি অভিষেককে উদ্দেশ্য করে বলেন, ‘সেনাপতি ভুল বুঝেছেন, চাইলে ব্যাখ্যা দিয়ে আসব।’

    কুণাল তাঁর বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে আরও বলেন, আরজিকর কাণ্ডের সময় অভিষেক কলকাতায় ছিলেন না। তিনি চোখের চিকিৎসার জন্য বাইরে ছিলেন। সেজন্য তিনি হয়তো সবটা জানেন না।

    শুক্রবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, ‘কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, কোথাও আমরা সাধারণ প্রতিবাদীদের নিয়ে বিন্দুমাত্র আপত্তি করিনি। ইচ্ছে হলে যে কেউ আমার ফেসবুক বা এক্স-হ্যান্ডলের পুরনো পোস্টগুলি দেখতে পারেন। যাঁরা দলীয় কর্মীদের চটিচাটা, বাংলাদেশের মতো সরকার ফেলে দেব, নবান্নের ছাদ থেকে হেলিকপ্টার করে পালিয়ে যাবে ইত্যাদি বলে মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে ব্যক্তি আক্রমণ করে প্ররোচিত করা শিল্পীদের আমাদের দলীয় নেতাদের আয়োজন করা জলসায় ডাকতে বারণ করেছি। মনে রাখতে হবে, প্রতিবাদী আর প্রতিবাদের নামে অসভ্যতা দুটো আলাদা বিষয়। আর শুধুমাত্র ভুয়ো তথ্য ছড়িয়ে প্ররোচনা ও ব্যক্তি আক্রমণ করে কুৎসা করা শিল্পীদের তৃণমূলের আয়োজিত অনুষ্ঠানে না ডাকার কথা বলেছি, অন্যত্র নয়।’

    নিজের অবস্থান স্পষ্ট করে কুণাল বলেন, ‘তৃণমূল কর্মীরা বিবেক থেকে সিদ্ধান্ত নিন। এই নিয়ে গতকাল যা বলেছি, আজও তাই বলেছি, আগামিকালও একই কথা বলব। এ নিয়ে সর্বোচ্চ নেত্রীর সিদ্ধান্তই শেষ কথা। তিনি যা বলবেন, আমি সেই সিদ্ধান্তই মেনে নেব।’ শুক্রবারও এই বিষয়টি নিয়ে একই কথা বলেন কুণাল।

    প্রসঙ্গত অন্যান্য বছরের মতোই বর্ষবরণের রাতে কলকাতা সহ বিভিন্ন জেলাতে তৃণমূলের তরফে নানা অনুষ্ঠান ও জলসার আয়োজন করা হয়। সেই সব অনুষ্ঠানে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ করা অনেক শিল্পীরাই অংশগ্রহণ করেন। এরপরই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘তিনমাস আগে “চটিচাটা”, সরকার ফেলে দেব, বাংলাদেশের মতো নবান্নের ছাদ থেকে হেলিকপ্টারে করে পালাবে বলা শিল্পীদের আর যাই হোক, এখন তৃণমূল নেতাদের বিনোদনের মঞ্চে ডাকা যেতে পারে না। ওঁরা ডাকলেই আসবেন। কিন্তু ওই ক’জনকে তৃণমূল কর্মীরা বয়কট করুন।’ কুণালের এই বিতর্কিত পোস্টের পরেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শিল্পীদের মধ্যেও নানান জল্পনা শুরু হয়। জলঘোলা হয় তৃণমূলের অন্দরেও। বিষয়টি নিয়ে বয়কটের স্বীকার হওয়া রাজ্যের একজন শিল্পী তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে ফোন করেন। তিনি ফোনে কথা বলেন ওই শিল্পীর সঙ্গে। এরপরই বিষয়টি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    বলা প্রয়োজন, আরজি কর পর্বে যে যে শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করেছিলেন, তাঁদের উদ্দেশ্যে দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল বলেছিলেন, ‘যে শিল্পীরা পরিকল্পিত কুৎসা করেছেন, মুখ্যমন্ত্রী-সহ সরকার ও দলকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন, সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন, তৃণমূল সমর্থকদের কুৎসিত ভাষায় অপমান করেছেন, মিথ্যা তথ্য দিয়ে প্ররোচনা ছড়িয়েছেন, তাঁদের এই শীতের মঞ্চে তৃণমূল নেতাদের আয়োজিত জলসা বা অনুষ্ঠানে যেন না দেখা যায়। এই শীতে এঁদের বয়কট করা হোক। কোনও তৃণমূল নেতার কোনও বিভ্রান্তি থাকলে উচ্চতর নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন। কর্মী-সমর্থকদের আবেগকে সম্মান দিন।’

    কুণাল ঘোষ ‘উচ্চতর নেতৃত্ব’ বলতে যাঁদের কথা বলেছেন, তৃণমূলের অভ্যন্তরীণ পরিকাঠামোয় অভিষেক সেই পর্যায়েই পড়েন। সেই অভিষেকই বৃহস্পতিবার বলেছেন, ‘কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কখন গাওয়াবে, কে গান গাইবে, আমি জোর করে কারও মাথায় চাপাতে চাই না। আমি কোথা দিয়ে হাঁটব-চলব, সেটা আমার সিদ্ধান্ত। স্বাধীনতা সকলের আছে।’

    অভিষেক আরও বলেন, ‘পার্টির তরফে কেউ বলেছে? কোনও নোটিস দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি জেনারেল সেক্রেটারি কিছু বলেছি?’ বস্তুত, অভিষেক স্বতঃপ্রণোদিত হয়েই জানিয়েছেন, বয়কটের তালিকাভুক্ত এক শিল্পীর অনুষ্ঠান বাতিল হওয়ার পরে সংশ্লিষ্ট শিল্পী তাঁকে ফোন করেছিলেন। তিনিই মধ্যস্থতা করে সেই শিল্পীর অনুষ্ঠান করানোর বন্দোবস্ত করেন। বলেন, ‘যেহেতু উনি ব্যক্তিগতভাবে ফোন করেছেন, তাই আমি সঙ্গে সঙ্গে মেলা কমিটির সদস্য-সভাপতির সঙ্গে যোগাযোগ করি। কথা বলি। যিনি ফোন করেছিলেন, পরে জানতে পারি, তিনি শো করেছেন।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)