• চোলাই মদের ঠেক চিহ্নিত করতে উড়ল ড্রোন! উলুবেড়িয়ায় জোর শোরগোল
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৫
  • মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: পুলিশের ভিড়। আকাশে উড়ছে ড্রোন। ব্যাপারটা কী? শুক্রবার হাওড়ার উলুবেড়িয়ার হীরাপুর গ্রাম পঞ্চায়েতের মদাই এবং ধুলোশিমলা গ্রাম পঞ্চায়েতের শাঁখাভাঙা এলাকায় জোর শোরগোল পড়ে যায়। কিছুক্ষণ পর ড্রোন ওড়ার কারণ স্পষ্ট হয়। জানা যায়, এলাকায় মদের ঠেক চিহ্নিত করতেই নাকি ড্রোন ওড়ায় পুলিশ। এছাড়া পুলিশ স্থলপথ এবং জলপথেও তল্লাশি চালায়। কমপক্ষে ৫০-৬০ লক্ষ টাকার চোলাই মদ তৈরির উপাদান এবং চোলাই মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    তদন্তকারীরা জানিয়েছেন, ৩৫ হাজার লিটার চোলাই মদ তৈরি উপাদান এবং ২১ হাজার লিটার চোলাই মদ বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়েছে। যার কালোবাজারে মূল্য ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। ‌ পুলিশে এক কর্তা জানিয়েছেন এই মদের ঠেক চিহ্নিত করতে এবারের ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনের মাধ্যমে সঠিক জায়গা চিহ্নিত করা হয়েছে। তারপর স্থলপথ এবং জলপথে অভিযান চালানো হয়েছে।

    আর তাতেই বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। এছাড়া বৃহস্পতিবার অভিযান চালিয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এবং সুকুমার পণ্ডিত নামে এক চোলাই প্রস্তুতকারককে গ্রেপ্তার করে। রাজাপুর থানার পুলিশ তুলসিবেড়িয়া এলাকা থেকেও এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তা নষ্ট করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)