পরিত্যক্ত অবৈধ কয়লাখনিতে পড়ে নিখোঁজ আসানসোলের যুবক, ক্ষুব্ধ স্থানীয়রা
প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৫
শেখর চন্দ্র, আসানসোল: পরিত্যক্ত অবৈধ কয়লাখনিতে পড়ে নিখোঁজ যুবক। নিখোঁজ রানিগঞ্জের বাসিন্দা ভীষম রায়। খবর পেয়ে সকাল থেকে পুলিশ, দমকল বাহিনী, খনি উদ্ধারকারী দল উদ্ধারের চেষ্টা চালালেও তারা ব্যর্থ হন। ঘটনায় স্থানীয়দের ক্ষোভ বাড়ায় এলাকার এক যুবককে ওই পরিত্যক্ত খাদানে নামানো হয়। বিপদ বাউরি নামক ওই যুবক নিখোঁজ যুবকের সাইকেলটি উদ্ধার করে উপরে নিয়ে আসে। কিন্তু খনিটি জলমগ্ন থাকায় ভীষম রায়ের খোঁজ মেলেনি। বিপদের দাবি, জলে তলিয়ে যেতে পারেন বছর পঁয়ত্রিশের ভীষম।
আসানসোলের জামুরিয়া থানার নর্থ সিহারশোল খোলামুখ খনি সংলগ্ন কাটাগরিয়া এলাকায় এই ঘটনা। ওই এলাকায় কুয়োর মতো রয়েছে বেশ কিছু পুরানো খাদান। যেগুলি ভরাট করেনি ইসিএল। এখন জলে ও বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌছায়।এলাকাবাসীদের দাবি শুক্রবার সকালে রানীগঞ্জের মহাবীর কোলিয়ারি এলাকার বাসিন্দা ভীষম রায় পরিত্যক্ত অবৈধ কয়লাখনিতে পড়ে যায়। খাদানটি জলে পরিপূর্ণ। তাই সন্দেহ বেঁচে থাকার সম্ভবনা নেই। এই খবর চাউর হতেই এলাকার মানুষ ভিড় জমান। ওই যুবককে উদ্ধারের চেষ্টা শুরু হয়। ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রূপেশ যাদবের দাবি ওই যুবক তার এলাকারই বাসিন্দা।
সম্ভবত প্রাতঃকৃত করতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ সিআইএসএফ তাড়া করায় পালাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। খনিটি ১২০ ফুট গভীর। তাই পুলিশ ও দমকল বাহিনী পৌঁছলেও উদ্ধার কাজ শুরু হতে বিলম্ব হয়। গ্যাস থাকতে পারে এই আশঙ্কায় খনির উদ্ধারকারী দলের সাহায্য নেওয়া হয়। কিন্তু সকাল থেকে বিকেল গড়ালেও উদ্ধার হয়নি ভীষম রায়। যদিও একাংশের দাবি ওই অবৈধ খাদান এলাকায় কয়লা তুলতে ও আনতে অনেকেই যায়। মাঝে মাঝে সিআইএসএফ বাহিনী হানা দিলে তখন পালিয়ে যায় গ্রামবাসীরা। এদিন ভীষম রায় সিআইএসএফের তাড়া খেয়ে সাইকেল সহ ওই খাদানে পড়ে যেতে পারে। অবৈধ পরিত্যক্ত খনি মুখ ভরাট না করে ফেলে রাখায় গবাদি পশুও পড়ে যায় বলে অভিযোগ। ওই খনি ভরাটের দাবি ওঠে এদিন। তারপরেই খাদান ভরাটের কাজ শুরু হয় এদিন।