বল তুলতে গিয়ে খালে তলিয়ে যান তরুণ, মধ্যমগ্রামে প্রায় ১৬ ঘণ্টা পর মিলল দেহ
প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৫
অর্ণব দাস, বারাসত: প্রায় ১৫-১৬ ঘণ্টা পরে উদ্ধার হল নিখোজ তরুণের মৃতদেহ। মধ্যমগ্রামের রোহণ্ডা পঞ্চায়েতের দিয়ারা গ্রামে বল তুলতে নোয়াই খালে নেমে জল-কাদায় তলিয়ে গিয়েছিলেন বছর ১৯-এর তরুণ ঋষভ কুণ্ডু। শুক্রবার বেলায় তাঁরই মৃতদেহ উদ্ধার হল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার বিকেলেও ঋষভ গ্রামের পল্লীমঙ্গল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিলেন। বল পাশের নোয়াই খালে পড়ে যায়। সেই বল তুলতে খালে নেমেছিলেন ঋষভ এবং তাঁর বন্ধু সানি। খালে কাদামাটি থাকায় কিছুটা নামার পরেই ঝুঁকি বুঝে সেখান থেকে সানি উঠে যান। কিন্তু ঋষভ বল আনতে আরও কিছুটা দূরে যান। তারপরই খালের জল আর কাদামাটিতে তলিয়ে যান ঋষভ। সানি বিষয়টি বাকিদের জানালে পরিবার এবং স্থানীয়রা ঋষভের খোঁজ শুরু করেন। মধ্যমগ্রাম ও রাজারহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন।
রাতে ডুবুরিও নামানো হলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। রাতের মধ্যে কেন তাঁকে খাল থেকে উদ্ধার করা গেল না? পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভও বাড়তে থাকে। আজ শুক্রবার সকাল থেকে ফের ওই এলাকায় খালে নেমে শুরু হয় তল্লাশি। বিপর্যয় মোকাবিলা বাহিনী খালে বিভিন্ন অংশে ধারাবাহিক তল্লাশি শুরু করে। বেলা ১১টা নাগাদ খালের ভিতর থেকেই উদ্ধার হয় নিথর দেহ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। এলাকার ভালো ছেলে বলেই পরিচিত ছিলেন ওই তরুণ। বছরের শুরুতেই এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।