• সবজির দাম নিয়ন্ত্রণে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, হাওড়ার তিন বাজারে হানা কৃষি বিপণন আধিকারিকদের
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: বৃহস্পতিবার সবজি দাম বাড়া নিয়ে কড়া মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শুক্রবার অ্যাকশনে নামল হাওড়ার কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা। শুক্রবার সকালে পুলিশকে সঙ্গে নিয়ে হাওড়ার কদমতলা বাজার, কালীবাবুর বাজার ও শিবপুর বাজারে হানা দেন তিন আধিকারিক। আলু, পেঁয়াজ ও শীতের মরসুমে বিভিন্ন ধরনের সবজির দাম জানার পাশাপাশি কেউ কৃত্রিম উপায় এগুলি মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করছেন কি না তা খতিয়ে দেখেন এই আধিকারিকরা। পাইকারি ও খুচরো বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। 

    আলু, পেঁয়াজ কিংবা সবজি কেউ অসৎ উপায় মজুত করলেই তার চাহিদা বাড়ে। স্বাভাবিক কারণেই দামও বৃদ্ধি পায়। বাজারে দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে খবর পেয়েই রাজ্য সরকারের তরফে এই আধিকারিকদের বিভিন্ন বাজারে তদন্ত করতে পাঠানো হয়। বাজারগুলি ঘোরার পর জেলা কৃষি বিপণন দপ্তরের এক আধিকারিক সৌম্যজিৎ চৌধুরি বলেন, “বাজারগুলি ঘুরে যা দেখলাম তাতে এইসব বাজারে আলু, পেঁয়াজ কিংবা সবজির দাম বাড়েনি। তা নিয়ন্ত্রণেই রয়েছে। এছাড়া কৃত্রিমভাবে কিংবা অসৎ উপায় বাজারে এগুলি মজুত করার মতোও কিছু আমাদের চোখে পড়েনি। হুগলি, বাঁকুড়া ও উত্তরপ্রদেশ থেকে যেহেতু আলুর পর্যাপ্ত যোগান এই তিনটি বাজারে রয়েছে তাই এখানে আলুর দাম নিয়ন্ত্রণে রয়েছে।”

    উল্লেখ্য, শুক্রবার হাওড়ার এই তিনটি বাজারে জ্যোতি আলু ২৬-২৮ টাকা কিলোয় বিক্রি হয়েছে। কিছুদিন আগেই এই আলুর দাম বেড়ে ৩৬-৩৮ টাকা হয়েছিল। বর্তমানে সেই দাম কমেছে।চন্দ্রমুখী আলু ৩৫-৪০টাকা কিলো বিক্রি হয়েছে। এদিন এই তিন বাজারে পেঁয়াজ ৩০-৪০ টাকায় বিক্রি হয়েছে। কিছুদিন আগে যেখানে পেঁয়াজের দাম প্রায় ৭০-৮০ টাকা কিলো ছুঁয়েছিল। এখন সেই দাম অনেকটাই কমেছে। দাম কমেছে বেগুনেরও। বেগুনের দাম যেখানে প্রায় ১০০ টাকা ছুঁয়েছিল সেখানে শুক্রবার তিন বাজারে বেগুন ৩০ টাকায় কিনেছেন সাধারণ মানুষ।
  • Link to this news (প্রতিদিন)