• শৌচালয়েও নজর রাখতে হবে, মাধ্যমিক পরীক্ষায় আর কী করতে হবে শিক্ষকদের? এল গাইডলাইন
    হিন্দুস্তান টাইমস | ০৪ জানুয়ারি ২০২৫
  • ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম বড় পরীক্ষা হল মাধ্য়মিক। তবে সেই পরীক্ষা একদিকে যেমন ছাত্রছাত্রীদের পরীক্ষা তেমনই সেই পরীক্ষায় সতর্ক থাকতে হয় শিক্ষক শিক্ষিকাদের। এবার মাধ্য়মিক পরীক্ষায় নিয়োজিত শিক্ষক শিক্ষিকাদের জন্য ১১ দফা গাইডলাইন ঠিক করে দিল মধ্য়শিক্ষা পর্ষদ।

    এবার ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। আগামী ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মাধ্য়মিক পরীক্ষা চলবে।সকাল১০টা ৪৫ মিনিটে এই পরীক্ষা শুরু হবে। দুপুর ২টো নাগাদ এই পরীক্ষা শেষ হয়েছে। তবে মাধ্য়মিক পরীক্ষায় যাতে কোনওভাবেই নকল করা না হয় সেটার উপর বিশেষভাবে বলা হয়েছে। 

    কী রয়েছে সেই গাইডলাইনে? তবে এক্ষেত্রে বলে রাখা ভালো এই গাইডলাইন মানতেই হবে শিক্ষক শিক্ষিকাদের। গাইডলাইনে ঠিক কী রয়েছে সেটা জেনে নিন..

    ১) এই গাইডলাইনে উল্লেখ করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের নির্ধারিত সময়ের মধ্য়ে পরীক্ষাকেন্দ্রে রিপোর্টিং করতে হবে। 

    ২) পর্ষদের দেওয়া নির্দেশকে প্রত্যেককে যথাযথ মান্যতা দিতে হবে ।

    ৩) পড়ুয়াদের উপর নজর রাখতে হবে পরীক্ষকদের। কোনও আপত্তিকর বিষয় যদি চোখে পড়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে শিক্ষক শিক্ষিকারা দায়িত্বে রয়েছেন তাঁদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

    ৪) কেবলমাত্র পরীক্ষা হলে নয়, স্কুলের শৌচালয় সহ সমস্ত পরীক্ষাকেন্দ্রে নজর রাখতে হবে। অর্থাৎ কোথাও যাতে অনিয়ম কিছু না হয় সেটা দেখতে হবে। 

    ৫) পরীক্ষা সংক্রান্ত মধ্য়শিক্ষা পর্ষদের যে বৈঠক হয় সেখানে সংশ্লিষ্ট স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের যোগ দিতে হবে।

    ৬) পরীক্ষার পরে উত্তরপত্র সুরক্ষিত ভাবে বেঁধে রাখতে হবে। 

    ৭) যে স্কুলগুলিতে সেন্টার হচ্ছে না সেখানকার শিক্ষক শিক্ষিকাদেরও দায়িত্ব নিতে হবে। 

    এমনই একাধিক বিষয়কে গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। 

    মাধ্যমিক ২০২৫ এর রুটিনটা জেনে নিন। 

    ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি বা পুরো রুটিন

    ১) ১০ ফেব্রুয়ারি : প্রথম ভাষা।

    ২) ১১ ফেব্রুয়ারি : দ্বিতীয় ভাষা।

    ৩) ১৫ ফেব্রুয়ারি : অঙ্ক।

    ৪) ১৭ ফেব্রুয়ারি : ইতিহাস।

    ৫) ১৮ ফেব্রুয়ারি : ভূগোল।

    ৬) ১৯ ফেব্রুয়ারি : জীবনবিজ্ঞান।

    ৭) ২০ ফেব্রুয়ারি : ভৌতবিজ্ঞান।

    ৮) ২২ ফেব্রুয়ারি : ঐচ্ছিক বিষয়।

    পর্ষদের তরফে জানানো হয়েছে যে সকাল ১০ টা ৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর দুটো পর্যন্ত। প্রথম ১৫ মিনিটে অবশ্য লেখা যাবে না। ওই ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সকাল ১১ টা থেকে পড়ুয়ারা লেখা শুরু করতে পারবে। লেখার জন্য তিন ঘণ্টা থাকবে বলে পর্ষদের তরফে আগেই জানানো হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)