• আইএসএলে টানা দ্বিতীয় ম্যাচে ড্র মহমেডানের, নর্থইস্টকে আটকে দিল সাদা-কালো ব্রিগেড
    আনন্দবাজার | ০৩ জানুয়ারি ২০২৫
  • নর্থইস্ট ০
    মহমেডান ০

    আইএসএলে আবার ড্র করল মহমেডান। গত ম্যাচে ঘরের মাঠে ওড়িশাকে আটকে দেওয়ার পর এ বার গুয়াহাটিতে নর্থইস্টকে ইউনাইটেডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল তারা। এই ফলাফল তাৎপর্যপূর্ণ, কারণ পয়েন্ট তালিকায় তিনে রয়েছে নর্থইস্ট। সেই দলে রয়েছেন এ বারের প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা আলাদিন আজারাই। শুক্রবার সেই আলাদিনদের আটকে দিল সাদা-কালো ব্রিগেড। তাই গুয়াহাটি থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারছে তারা। তবে পয়েন্ট তালিকায় মহমেডানের অবস্থানের বদল হল না। তারা সবার নীচেই রয়েছে। ১৪ ম্যাচে সংগ্রহে সাত পয়েন্ট।

    ম্যাচের প্রথম সুযোগ এসেছিল মহমেডানের কাছেই। অনেক ক্ষণ ধরেই তারা নর্থইস্টের বক্সে ঢোকার চেষ্টা করছিল। তবে পারছিল না। নর্থইস্টের রক্ষণ জমাট ছিল। আদিসন সিংহ হঠাৎ করেই একটি বল তুলে দেন আলেক্সিস গোমেজের উদ্দেশে। বাঁ পায়ে শট মেরেছিলেন আলেক্সিস। তবে তা গোলের বাইরে যায়।

    মহমেডান থামেনি। তারা একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে নর্থইস্টের বক্সে। আদিসনই বেশির ভাগ আক্রমণ তৈরি করছিলেন। ডিরেক্ট ফুটবল খেলার চেষ্টা করছিল মহমেডান। মাঝে আদিসন নিজেই একটি শট নিলেও তাতে বিশেষ জোর ছিল না। এ ছাড়া প্রথমার্ধে বিশেষ সুযোগ তৈরি হয়নি।

    দ্বিতীয়ার্ধে নর্থইস্ট ছন্দে ফিরতে থাকে। মিনিট দশেক পরে তারা একটি ফ্রিকিক পায় মহমেডান বক্সের থেকে কিছুটা দূরে। তবে আলাদিন শট না মেরে পেনাল্টি বক্সের বাঁ দিকে দাঁড়িয়ে থাকা পার্থিব গগৈকে দেন। তবে পার্থিবের শট আটকে দেয় নর্থইস্ট রক্ষণ।

    কিছু ক্ষণ পরে মহমেডান একই রকম ফ্রিকিক পায়। আলেক্সিস গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন। তা বাঁচিয়ে দেন বিপক্ষ গোলকিপার গুরমিত সিংহ। শেষের দিকে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছিল নর্থইস্ট। তবে মহমেডান রক্ষণ ভেদ করতে পারেনি।
  • Link to this news (আনন্দবাজার)