• 'ভালোবাসা'য় বাধা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, অভিযোগে শোরগোল বার্নপুরে
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বার্নপুরে 'ভালোবাসায়' বাধা। আর এই বাধার অভিযোগ উঠল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্কো কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ, রাজ্যের অন্যান্য জায়গায় যেমন 'আই লাভ' বলে সেই জায়গার নাম দিয়ে সেল্ফি জোন তৈরি হয়েছে তেমনি বার্নপুরে 'আই লাভ বার্নপুর' বলে সেল্ফি জোন তৈরির অনুমতি পাওয়া যাচ্ছে না। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, আসানসোল পৌর নিগমের উদ্যোগে এই প্রচেষ্টা শুরু হয়েও আপাতত তা থমকে রয়েছে। কারণ, ইস্কো অনুমতি দিচ্ছে না। এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অশোক রুদ্র।

     

    ঘটনা ঘিরে বার্নপুর বারি ময়দানে একটি বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করা হয়েছিল। যোগ দিয়েছিলেন স্থানীয় মহিলারাও। অশোকের অভিযোগ, আসানসোলের বারি ময়দান ও ত্রিবেণী মোড়ে দুটি পৃথক 'আই লাভ বার্নপুর' লেখা সেল্ফি জোন করতে চাইলেও ইস্কোর অনুমতি না মেলায় করা যাচ্ছে না। ফলে নির্মাণ শুরু হয়েও আটকে গিয়েছে। তাঁর দাবি, এক বছর আগে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হলেও এখনও পাওয়া যায়নি। যদিও এবিষয়ে ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাষ্কর কুমার জানিয়েছেন, 'বার্নপুরের অধিকাংশ জায়গা ইস্কো কর্তৃপক্ষের। লিখিত আবেদন ছাড়া জমি দেওয়া যায় না। সম্ভবত অনুমতি না নিয়ে নির্মাণের কাজ হচ্ছিল। সেজন্য বাধা দেওয়া হয়েছে। এই নিয়ে বিতর্কের কিছুই নেই।'
  • Link to this news (আজকাল)