পুনে থেকে গ্রেপ্তার ময়নার বিজয় ভুঁইয়া খুনের অভিযুক্ত
বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজয় ভুঁইয়াকে খুনের ঘটনায় অভিযুক্ত মোহন মণ্ডলকে পুনে থেকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দীর্ঘদিন ধরে তিনি বেপাত্তা ছিলেন। ২০২৩ সালের মে মাসে বিজয়বাবুকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় আগেই দু’জনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। কী কারণে বিজয়বাবুকে খুন করা হয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে চান এনআইএ আধিকারিকরা।