• পাণ্ডবেশ্বরে কোলিয়ারিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দুর্গাপুর: শুক্রবার ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি কোলিয়ারিতে দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মহিমারঞ্জন মোদক(৫৯)। তাঁর বাড়ি জামুড়িয়া থানার শিবপুর এলাকায়। মৃতের পরিবারের লোকজন ও সহকর্মীরা ক্ষতিপূরণের দাবিতে কোলিয়ারির  অফিসের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসেন। কোলিয়ারির সমস্ত শ্রমিক সংগঠনের প্রতিনিধি সহ বিধায়ক ইসিএল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মৃতের ছেলেকে চাকরিতে নিযুক্ত ও আর্থিক ক্ষতিপূরণের চুক্তি হলে বিক্ষোভ উঠে যায়। কোলিয়ারির শ্রমিক সূত্রে জানা গিয়েছে, মহিমাবাবু ওই কোলিয়ারির আন্ডারগ্রাউন্ড সুপারভাইজার ছিলেন। তিনি আর এক মাসের মধ্যেই অবসরগ্রহণ করতেন। এদিন তিনি কোলিয়ারির ২ নম্বর পিটে কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি কোলিয়ারির কনভেয়ার বেল্টে জড়িয়ে যান। গুরুতর জখম অবস্থায় সহকর্মীরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কোলিয়ারির সমস্ত শ্রমিক সংগঠনকে নিয়ে ইসিএলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। মৃতের ছেলেকে চাকরিতে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও যেসব ক্ষতিপূরণ দেওয়ার তা ইসিএল দেবে। কোলিয়ারির সেফটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দেবে।
  • Link to this news (বর্তমান)