• দুর্গাপুরে বাড়িতে আগুন, দগ্ধ বাবা ও ছেলে
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডে স্টিল হাউজ কলোনিতে বৃহস্পতিবার গভীর রাতে একটি টালির চালার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় বাড়ির মালিক ও তাঁর ছেলে সামান্য অগ্নিদগ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস ও একটি দমকলের ইঞ্জিন আসে। দমকল কর্মীরা কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। বাড়ির মালিক ও তাঁর ছেলেকে উদ্ধার করে ডিএসপি মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টিল টাউনশিপের ওই এলাকায় গরিব মানুষের বসবাস। ডিএএসপির জমিতে দীর্ঘদিন ধরে তাঁরা বসবাস করছেন। ওই এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এলাকার বাসিন্দা পেশায় সব্জি বিক্রেতা বিমান স্বর্ণকার ও তাঁর এক ছেলে বাড়িতে ঘুমাচ্ছিলেন। রাত ২টো নাগাদ তাঁদের বাড়িতে হঠাৎই আগুন ধরে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলেও খবর দেন। স্থানীয় বাসিন্দা পুজা সিংহ বলেন, সকাল থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। তাঁরা মোমবাতি জ্বালিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন। সম্ভবত মোমবাতি থেকেই পর্দায় আগুন ধরে যায়।

    দমকল কর্মী পূর্ণেন্দু ভৌমিক বলেন, সম্ভবত মোমবাতি থেকেই ঘরে আগুন ছড়িয়েছে। বাড়ির আসবাবপত্র ও নথিপত্র আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)