• পাণ্ডবেশ্বরে কুকুরের মুখে মানুষের কাটা পা
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দুর্গাপুর: পাণ্ডবেশ্বর থানার নবগ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার একটি কুকুর মানুষের কাটা পা মুখে নিয়ে ঘোরায় চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসী মানুষের কাটা পা দেখে ভিড় করেন। পুলিস এসে কাটা পা উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় গোপীনাথপুর কোলিয়ারি এলাকার বাসিন্দাদের নজরে পড়ে একটি কুকুর মানুষের পা মুখে করে নিয়ে এসেছে। তাঁরা পুলিসে খবর দেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য জনতা রুইদাস বলেন, পচাগলা পা দেখে মনে হচ্ছে কোনও বাচ্চার হবে।  পুলিসের অনুমান, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে একটি শ্মশানঘাট রয়েছে। সেখান থেকে কুকুরটি পা-টি এনেছে কি না খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)