• বর্ধমানে পিডব্লুডি এবং পিএইচইর কাজ দেখল স্ট্যান্ডিং কমিটি
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পিডব্লুডি এবং পিএইচই-র কাজের অগ্রগতি দেখতে শুক্রবার বর্ধমানে আসে ওই দপ্তরের বিধানসভার স্ট্যান্ডিং কমিটি। তাঁরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। জেলাশাসক আয়েশা রানি এ সহ অন্যান আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত বলেন, বর্ধমানে পিএইচই’র কাজ ভালোই হয়েছে। বর্ধমান-২ ব্লক এই কাজে এগিয়ে রয়েছে। এই ব্লকের অধিকাংশ বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে গিয়েছে। তবে জেলায় কতগুলি রাস্তা বেহাল রয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতরের রাস্তায় খানাখন্দ রয়েছে। এই রাস্তাগুলি মেরামত করার জন্য বলা হয়েছে। এছাড়া আরও কিছু কাজের পরামর্শ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)