• ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু ঘিরে উত্তপ্ত অণ্ডালের উখরা
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দুর্গাপুর : শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হল অণ্ডাল থানার উখরার ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে উত্তপ্ত জনতা ভাঙচুর চালাল। চিকিৎসককে বাঁচাতে গিয়ে জনতা পুলিশ খন্ড যুদ্ধে মাথা ফেটেছে অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডলের। পরে এসিপি অণ্ডাল পিন্টু সাহার নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছত্রভঙ্গ করতে পুলিস লাঠিচার্জ করেছে বলেও জানা গিয়েছে। এ প্রসঙ্গে পুলিসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উখরার পার্শ্ববর্তী জোয়ালভাঙ্গা এলাকার পাঁচ বছরের বালক রাজু বাউরির শুক্রবার সকাল থেকে বমি পায়খানার উপসর্গ দেখা যায়। এই উপসর্গ নিয়েই  এক চিকিৎসকের চেম্বারে দেখাতে আসেন তার পরিবারের লোকজন। পরিবারের লোকজনের অভিযোগ চিকিৎসক রোগীকে দেখার পরই একাধিক ইনজেকশন দেওয়ার নির্দেশ দেন। ক্লিনিকে থাকে কম্পাউন্ডাররা একাধিক ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুর দেহ নিথর হয়ে আসে। শিশুর মৃত্যু হয়েছে খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়ে জনতা। পার্শ্ববর্তী এলাকা থেকে বাউরী সমাজের বহু মানুষ চিকিৎসকের চেম্বারে সামনে জমায়েত হয়। রাস্তায় রেখে চলতে থাকে বিক্ষোভ। চালানোর অভিযোগ রয়েছে উত্তেজিত জনতার। তারপরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। তার মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। মারপিট শুরু হতেই মাথা ফাটে ওসির। এরপর র‍্যাফ ও বিশাল পুলিস বাহিনীকে এলাকায় আনা হয়। জনতাকে ছত্রভঙ্গ করা হয়৷ শিশু দেহটিকে উদ্ধার করে পুলিস। এলাকা জুড়ে চাপা উত্তেজনা রয়েছে। 

    উখরা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সরণ সাইগল বলেন, শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তারপরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল বলে শুনেছি। বিজেপি জেলা সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী বলেন, বেহাল স্বাস্থ্য পরিস্থিতি এটাই নিদর্শন। এসিপি কুলটি পিন্টু সাহা ফোন ধরেননি। ডিসি অভিষেক গুপ্তা জানান, ব্যস্ত রয়েছেন।
  • Link to this news (বর্তমান)