সংবাদদাতা, মাথাভাঙা: শুক্রবার মাথাভাঙা শহরের ১২ নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়ার বাসিন্দা এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সুভাষ রায় (৫২)। স্থানীয় ও পুলিস সুত্রে জানা গিয়েছে, প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তিনি স্ত্রী সন্তানদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। একারণে দু’বছর ধরে একমাত্র পুত্র সন্তানকে নিয়ে তাঁর স্ত্রী বাবার বাড়িতে থাকেন। এদিন সকালে মদ্যপ অবস্থায় বেশ কিছুক্ষন চিৎকার করার পর সুভাষবাবু ঘরে ঢুকে পড়েন। প্রতিবেশীরা দীর্ঘক্ষণ কথা শুনতে না পেয়ে ঘরে উঁকি দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার হাসপাতালে পাঠায়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাথাভাঙা থানার পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।