• সাতসকালে বধূর দেহ উদ্ধার
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হলদিবাড়ি: গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক গৃহবধূর। শুক্রবার দুপুরে নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাডাঙায়। হলদিবাড়ি হাসপাতাল সূত্রে খবর, মৃতার নাম মনোরা খাতুন(৫১)।এদিন সকালে খাওয়া সেরে ওই বধূ নিজের ঘরে ঢুকে পড়েন। এরপর পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও তাঁর সাড়া পাননি। পরে দরজা ভেঙে দেখেন, বধূর দেহ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হলদিবাড়ি থানার পুলিস। তারা দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বধূকে মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।  
  • Link to this news (বর্তমান)