সংবাদদাতা, নকশালবাড়ি: মাদক কারবার রুখতে লাগাতার অভিযানে পুলিস। দ্বিতীয় দিনের অভিযানে গ্রেপ্তার করা হল ১১জনকে। বৃহস্পতিবার রাতব্যাপী নকশালবাড়ির তোতারামজোত সহ অন্য এলাকায় অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিস। তাতে মাদকের নেশায় আসক্ত ১১জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে দু’জন মিরিকের, দু’জন বাগডোগরার এবং বাকিরা পানিট্যাঙ্কির বাসিন্দা। মাদক নিয়ে নকশালবাড়ি থানাতে গণঅভিযোগ হয়। এরপর নড়চড়ে বসে পুলিস। বুধবার রাতাব্যাপী অভিযান চালিয়ে মাদকাসক্ত অবস্থায় ও অকারণে ঘোরাঘুরির অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিস। এদিন নিয়ে এখনও ২৫ জন গ্রেপ্তার হয়েছে। একইসঙ্গে ইদানিং মাদক মামলার অভিযুক্তদের ফের পুলিস হেফাজতে নেওয়ার আদালতে আর্জি জানাতে পারে পুলিস। এক তদন্তকারী আধিকারিক বলেন, তোতারামজোত সহ নকশালবাড়ির বিভিন্ন এলাকায় পুলিসের র্যাপিড অভিযান চলছে। একেইসঙ্গে গণ অভিযোগ উল্লেখিত অভিযুক্তদের বাড়িতে অভিযান চলছে।