খবর প্রকাশে ফিরল হুঁশ, পসরা সরিয়ে জাতীয় সড়ক দখল মুক্তি পুলিসের
বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: অবশেষে প্রশাসনের টনক নড়ল। ময়নাগুড়িতে জাতীয় সড়ক থেকে দখল হটাতে পদক্ষেপ হল। শুক্রবার বর্তমান পত্রিকায় এই জাতীয় সড়ক দখল নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তা নিয়ে জনমানসে চর্চা শুরু হতেই দখল হটাতে সকালে ময়নাগুড়ি থানার বিশাল বাহিনী পৌঁছে যায়। দ্বরিভিজা মোড়ে দখলের পরিস্থিতি পরিদর্শন করেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। ব্যবসায়ীদের ডেকে জাতীয় সড়কের ফুটপাত থেকে দোকানের সামগ্রী সরানোর নির্দেশ দেন। আইসির নির্দেশ মেনে ব্যবসায়ীরা সেগুলি ফুটপাত থেকে সরিয়ে দেন। কিছু ব্যবসায়ীকে দু›ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। পরবর্তীতে তাঁরা সামগ্রীগুলি সরিয়ে নেন। ময়নাগুড়ির দ্বারিভিজা মোড় সংলগ্ন এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকার ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি মালবাজার, ক্রান্তি সহ নানা এলাকায় চলাচল করে। এছাড়াও এই রাস্তা দিয়ে ময়নাগুড়ি কলেজেও ছাত্রছাত্রীরা যাতায়াত করেন। টোটো ও বাইকতো রয়েছেই। দীর্ঘদিন ধরে রাস্তার ফুটপাত দখল হয়ে রয়েছে। এদিকে ব্যবসায়ীরা রাস্তার পাশে সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করেছেন। অনেকে ফুটপাতে সামগ্রী রেখে ব্যবসা করছেন। যার জেরে এই ব্যস্ততম রাস্তা সংকীর্ণ হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এই ব্যাপারে খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসল প্রশাসন। পথ চলতি দীপক রায় বলেন, প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাইকেল নিয়ে চলাচলে আমাদের সমস্যা হয়। একদিকে সংকীর্ণ রাস্তা, তারমধ্যে বড় গাড়ি যাতায়াত করে। ফুটপাত দিয়ে চলার মত পরিস্থিতিই নেই। মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। আমরা চাই, ফুটপাত দখলমুক্ত হয়ে যাক। এই ব্যাপারে আইসি বলেন, ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এটি। কারও প্রাণহানি হোক, সেটা কেউ চায় না। সে কারণেই আমরা উদ্যোগ নিলাম। ব্যবসায়ীরা পসরা সরিয়ে নিতে শুরু করেছেন। এরপরও কেউ ফুটপাত দখল করে রাখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।