• সন্ধ্যা হলেই বাড়ির চালে ঢিল, আতঙ্ক অন্দরান-ফুলবাড়িতে
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: সন্ধ্যা হলেই বাড়ির টিনের চালে উড়ে আসছে পাথরের ঢিল। আর এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান-ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বটতলাতে। সপ্তাহখানেক ধরে ওই এলাকার ছ’টি বাড়িতে ঢিল পড়ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা তুফানগঞ্জ থানায় মৌখিকভাবে জানিয়েছেন। পুলিস জানিয়েছে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। স্থানীয় বাসিন্দা নিমাই সাহা, সুচিত্রা সাহারা বলেন, বিগত কিছুদিন ধরে সন্ধ্যা হলেই ১০-১৫ মিনিট অন্তর অন্তর বাড়ির চালে ঢিল পড়ছে। পাথরের আঘাতে চার জন জখমও হয়েছেন। ঢিলের আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি হয়ে থাকতে হয় আমাদের। ঘটনার পর থেকে পাড়ার শিশুদের রাতের ঘুম উবে গিয়েছে। আশা করি পুলিস ব্যবস্থা গ্রহণ করবে।
  • Link to this news (বর্তমান)