• মাটিগাড়ার উত্তরায়ণে মৃত মা-ছেলের রক্তের নমুনা গেল ফরেন্সিক ল্যাবে
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাটিগাড়ার উত্তরায়ণে অভিজাত বাংলো বাড়িতে মৃত মা ও ছেলের রক্তের নমুনা, ভিসেরা ফরেন্সিক ল্যাবে পাঠাল পুলিস। ঘরে উৎপন্ন বিষাক্ত গ্যাস থেকে মৃত্যু হয়েছিল মা ও ছেলের? নাকি ঘটনার পিছনে ছিল অন্য কোনও রহস্য, তা জানতে এই রিপোর্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের দাবি, ঘরে কার্বন-মনোঅক্সাইড জাতীয় কোনও গ্যাস উৎপন্ন হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে। তাঁদের আরও দাবি, বেশ কয়েকদিন ধরে কোনও ঘর বন্ধ থাকার পর সেখানে আগুন জ্বালালে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আরও বেড়ে যায়।

    উল্লেখ্য, বৃহস্পতিবার শিলিগুড়ির মাটিগাড়ার উত্তরায়ণের অভিজাত বাংলো বাড়ির ঘর থেকে মা তিথি দাস (৩৮) এবং ছেলে তেজস দাসের (৮) দেহ উদ্ধার হয়। ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। ঘটনার তদন্ত করছে পুলিস। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি পশ্চিম বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, নতুন বছরকে একসঙ্গে স্বাগত জানাতে ঘটনার তিন-চার দিন আগে মেয়েকে আনতে তিথিদেবী ছেলেকে নিয়ে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। ৩১ ডিসেম্বর মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছিলেন। ওইদিন ও ১ জানুয়ারি বাড়িতে দেদার পার্টিও করেন সকলে। এরপর এমন ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে এখনও বিস্ময় কাটেনি প্রতিবেশী ও পরিবারের সদস্যদের। পুলিসও  সবদিক খতিয়ে দেখছে। সিসি ক্যামেরার ফুটেজ বারবার দেখে কোথাও কোনও অসঙ্গতি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও সিসি ক্যামেরার ফুটেজে কোনও সন্দেহজনক গতিবিধি নজরে আসেনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিথিদেবী ঠান্ডায় ঘর গরম করতে রুম হিটার চালানোর পাশাপাশি চারকোল জ্বালিয়েছেন। তা থেকেই বিষক্রিয়া হতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন।
  • Link to this news (বর্তমান)