নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অবৈধভাবে চলছে ড্রেন নির্মাণের কাজ। এমনই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ইসকন মন্দির রোডের পাইপলাইন এলাকায়। জানা গিয়েছে, এলাকায় একটি বহুতল নির্মাণ করা হচ্ছে। সেখানে রয়েছে একটি ১৬ ফুটের ড্রেন। অভিযোগ, সেই ড্রেন বন্ধ করে ছোট ড্রেন নির্মাণের কাজ করছে বহুতলের নির্মাণ সংস্থা। এদিন বাসিন্দারা সেই কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি, বড় ড্রেনকে ছোট করে দেওয়া হলে বর্ষার দিনে এলাকার কয়েকশো বাড়ি জলে ডুবে যাবে। যদিও বহুতলের নির্মাণ সংস্থা জানিয়েছে, সরকারি অনুমতি নিয়েই কাজ করা হচ্ছে।