নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চার দিন পরেও এখনও নিখোঁজ যুবকের খোঁজ মেলেনি। শুক্রবার পুলিসের বিরুদ্ধে এনজেপি থানায় ক্ষোভ উগরে দিল নিখোঁজ যুবকের পরিবার। উল্লেখ্য, বয়স ২৪ এর নিখোঁজ যুবকের নাম আকাশ দাস। তাঁর বাড়ি ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের সিপাহিপাড়া-জোড়পাকুড়িতে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর রাতে তাঁর দুই বন্ধু বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ৩টে নাগাদ দুই বন্ধু বাড়ি ফিরে পরিবারকে জানায় আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার এনজেপি থানায় নিখোঁজ ডায়েরি করে যুবকের পরিবার। অভিযোগের ভিত্তিতে এনজেপি থানার পুলিস তদন্তে নেমে তিন জনকে গ্রেপ্তার করে। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি যুবকের। ঘটনায় পুলিসি ব্যর্থতার অভিযোগ তুলে এদিন এনজেপি থানায় বিক্ষোভ দেখান যুবকের পরিবার ও স্থানীয়রা। পুলিস জানিয়েছে, নিখোঁজ যুবকের খোঁজ পেতে সব ধরনের চেষ্টা চলছে।