ইন্টারনাল নম্বর বাড়ানোর দাবিতে কলেজের পড়ুয়াদের বিক্ষোভ
বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, শীতলকুচি: ইন্টারনাল নম্বর বাড়ানোর দাবিতে শুক্রবার দিনভর বিক্ষোভ দেখাল শীতলকুচি কলেজের পড়ুয়াদের একাংশ। এদিন দুপুরে কলেজ গেটে তালা ঝুলিয়ে কলেজ চত্বরে মিছিল করে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়াদের একাংশ। পরে তাঁরা সিতাই-শীতলকুচি রাজ্য সড়ক অবরোধ করেন। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিস পৌঁছে বিক্ষোভ তুলে দেয়। পরে তাঁরা কলেজ চত্বরে ফের বিক্ষোভ দেখান। পরে শীতলকুচি কলেজের পরিচালন সমিতির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপনকুমার গুহ বিক্ষোভকারী পড়ুয়াদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন। বিক্ষোভকারীদের মধ্যে সমীর বর্মন, শিখা বর্মনরা বলেন, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম সেমেস্টারের বহু পড়ুয়াকে ইন্টারনাল নম্বর কম দেওয়া হয়েছে। এতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হবে। তপনবাবু বলেন, শীতলকুচির মানুষের আবেগ এই কলেজ। কোনও কারণে পড়ুয়াদের ভবিষ্যৎ খারাপ হোক এটা আমরা মানব না।