• পার্টির ‘লক্ষ্মীলাভ’-এর জন্য ‘ভাণ্ডার’ দাওয়াই বিমান বসুর
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় একজনও বিধায়ক নেই। এ রাজ্য থেকে লোকসভাতেও ‘শূন্য’ সিপিএম। এই অবস্থায় আর্থিক দিক থেকেও বেহাল দশা পার্টির। দলের দৈনন্দিন কাজকর্ম চালাতেই জেরবার অবস্থা। এই অবস্থায় কীভাবে দলকে অর্থসাহায্য করে পাশে থাকা যায়, তার দাওয়াই দিলেন প্রবণি সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার  কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে এক আলোচনাসভায় তিনি ‘লক্ষ্মী’র জন্য ‘ভাণ্ডার’ দাওয়াই দিলেন! নিজের স্মৃতির ভাণ্ডারও উপুড় করলেন বর্ষীয়ান নেতা। 

    বিমানবাবু বলেন, ‘মাঝেমধ্যে অনেকে এককালীন অর্থসাহায্য করেন। কিন্তু সবাই যদি বাড়িতে ভাঁড় রেখে মাসে ১০০ টাকা রাখেন, কিছুদিন বাদে তা দলকে দেন, তাহলে ভালো হয়।’ এই প্রসঙ্গেই নিজের অতীত জীবনের উদাহরণ তুলে আনেন তিনি। বলেন, ‘আমি হাতখরচ থেকে টাকা বাঁচিয়ে দলকে অর্থসাহায্য করতাম। দেড় বছর দিতে পারিনি। তারপর আবার শুরু করলাম। হোলটাইমার থাকার সময় প্রতি মাসে ৭৫ টাকা করে দিয়েছি। তারপর ১০০ টাকার উপরে উঠেছি। হোলটাইমার হিসেবে যা পাওয়া যায়, সেখান থেকেই দিতে হবে।’ এর পাশাপাশি, দলের ভিতরের খবর বাইরে যাচ্ছে বলে এদিন উষ্মা প্রকাশ করেন বিমানবাবু। বলেন, ‘পার্টির ভিতরে সেরকম লোক আছে, যাঁরা পর্টির থেকে বন্ধুদের বড় মনে করে। ভুলে গেলে চলবে না, বন্ধুর চেয়ে পার্টি বড়।’ বিমানবাবু ছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রমুখ।
  • Link to this news (বর্তমান)