• সমবায় ভোট: রিপোর্ট তলব
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটের সময় বিজেপি নেত্রী মামণি জানার বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের মামলা দায়ের করেছিলেন মামণি। সেই মামলায় রাজ্যের তরফে বৃহস্পতিবার আদালতে জানানো হয়, একটি স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হয়েছে। সোমবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ওইদিনই।
  • Link to this news (বর্তমান)