• পড়ুয়াদের গল্পের বই পড়তে উৎসাহ দিলেন পরিবহণমন্ত্রী
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হয়েছে বৃহস্পতিবার। প্রভাতফেরির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন করেন তারকেশ্বর মঠের প্রধান সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার, তারকেশ্বর ও ধনেখালির বিধায়ক রামেন্দু সিংহরায় ও অসীমা পাত্র, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য সহ রাজ্য  ও জেলা শিক্ষাদপ্তরের আধিকারিকরা।

    শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে পাঠ্যবই ছাড়াও বিভিন্ন বাইরের বই পড়ার জন্য উৎসাহিত করেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের তৈরি মডেল ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। এদিন প্রাক্তন ও কৃতী ছাত্র-ছাত্রীদের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা কীভাবে বিভিন্ন পেশায় এগিয়ে যাবেন, তার দিশা সম্পর্কে আলোচনা হয়। রোজ থাকছে বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫ জানুয়ারি পর্যন্ত চলবে অনুষ্ঠান।
  • Link to this news (বর্তমান)