• শেয়ার বাজারে নতুন স্বীকৃতি
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনও সংস্থার তরফে প্রথমবার বাজার থেকে শেয়ার ছেড়ে মূলধন জোটানোর পদ্ধতিকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফার বা আইপিও। গতবছর, অর্থাৎ ২০২৪ সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই’র মাধ্যমে যে ক’টি সংস্থা আইপিওতে অংশ নিয়েছে, তাদের সংখ্যার নিরিখে এনএসই এশিয়ায় সবার আগে রয়েছে। পাশাপাশি গোটা বিশ্বের নিরিখে ইক্যুইটি বাবদ সবচেয়ে বেশি মূলধন জোটানো হয়েছে এই এক্সচেঞ্জ থেকেই, দাবি করেছে তারা। প্রসঙ্গত, গতবছর ২৬৮টি সংস্থা এনএসই’র মাধ্যমে আইপিওতে অংশ নিয়েছে। তারা মূলধন জুটিয়েছে ১ লক্ষ ৬৭ হাজার কোটি টাকার।
  • Link to this news (বর্তমান)