• চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পাল্টা জবাব মন্ত্রীর
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৬ এসএলএসটি প্রার্থীদের বিক্ষোভের জেরে শুক্রবার দীর্ঘক্ষণ যানচলাচল নিয়ন্ত্রিত করা হল সল্টলেক করুণাময়ী মোড় এবং নির্মাণ ভবন থেকে। এদিন পাঁচ-ছ’শো চাকরি প্রার্থী হাজির হয়েছিলেন বিক্ষোভ দেখাতে। সল্টলেক যাওয়ার আগে ধর্মতলা ওয়াই চ্যানেলে চাকরি প্রার্থীদের কেউ কেউ মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখান। এরপর তাঁরা রওনা হন বিকাশভবনের উদ্দেশে। তাঁদের মিছিল ময়ূখ ভবন মোড়ের সামনে আটকে দেয় পুলিস। বিক্ষোভকারীরা সেখানেই বসে পড়েন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করতে থাকেন তাঁরা। এর ফলে যানচলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। শেষ পর্যন্ত ছ’জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। দমদমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বলেন, ‘আন্দোলন করে চাকরি হয় না। চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে।’ বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন বলেও মনে করিয়ে দেন তিনি।
  • Link to this news (বর্তমান)