• উলুবেড়িয়ার ২ গ্রামে অভিযান, ৬০ লক্ষ টাকার চোলাই উদ্ধার
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: শুক্রবার পুলিস উলুবেড়িয়া ১ ব্লকের মদাই এবং শাঁখাভাঙা গ্রামে অভিযান চালায়। দুই গ্রাম থেকে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে পুলিস। পরে সেগুলি নষ্টও করে দেওয়া হয়। পাশাপাশি চোলাই মদের ভাটিও নষ্ট করে দেয় পুলিস।

    হাওড়া গ্রামীণ জেলা পুলিস সূত্রে খবর, শুক্রবারের এই অভিযানে প্রায় ৩৫ হাজার লিটারের মত চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে। এর বাজারমূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা। শুক্রবার সকালে হাওড়া গ্রামীণ জেলা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার জন এল্যান জর্জের নেতৃত্বে উলুবেড়িয়া থানার বিশাল পুলিস বাহিনী স্থলপথে এবং জলপথে মদাই এবং শাঁখাভাঙা গ্রাম ঘিরে ফেলে। পরে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে একের পর এক চোলাই ভাটিতে অভিযান চালানো হয়। ভাটিগুলি ভেঙে দেওয়ার পাশাপাশি চোলাই মদ বাজেয়াপ্ত এবং নষ্ট করে দেয় পুলিস। যদিও এই অভিযানে কোনও চোলাই কারবারিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস।

    হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, বেশ কিছুদিন ধরেই এই দুটি গ্রামে চোলাই মদের রমরমিয়ে কারবার চলে বলে অভিযোগ আসছিল। সেজন্য চারদিন ধরে পুলিস ওই এলাকায় রেকি করে। এরপর নদী এবং স্থলপথে যৌথ অভিযান চালানো হয়। অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জগৎবল্লভপুর থানার পুলিস পাতিহালে অভিযান চালিয়ে ১৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে। পাশাপাশি দুই চোলাই কারবারিকে গ্রেপ্তার করে পুলিস। অপরদিকে বৃহস্পতিবার রাতে রাজাপুর থানার পুলিস তুলসিবেড়িয়া বাসস্ট্যান্ডে অভিযান চালায়। তাতে ১ হাজার লিটার চোলাই মদ উদ্ধার হয়। সেগুলি নষ্ট করে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)