দ্বিতীয় হুগলি সেতুতে রাজ্যের মন্ত্রী ও বিজেপি সাংসদের বচসা, যানজট
বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর ওপরে প্রকাশ্য বচসায় জড়ান রাজ্যের তথ্য প্রযুক্তিমন্ত্রী ও তমলুকের সাংসদ। জানা গিয়েছে, এদিন রাতে কলকাতার দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন তৃণমূলের ওই মন্ত্রী। তাঁর দাবি, সেই সময় তাঁর গাড়ির সামনেই ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে বেপরোয়া ভাবে যাচ্ছিল তমলুকের বিজেপি সাংসদের গাড়িটি। সঙ্গে সঙ্গে সাংসদের গাড়িটিকে আটকান। অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করায় তাঁকে তমলুকের সাংসদ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এরপরেই বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন রাজ্যের ওই মন্ত্রী। ঘটনাস্থলে হেস্টিংস থানা ও বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষের বচসার জেরে বেশ কিছুক্ষণ দ্বিতীয় হুগলি সেতুতে যানজট তৈরি হয়। জানা গিয়েছে, সেতুর হাওড়াগামী লেনে মেরামতির কাজ চলছে। ফলে লেন অনেকটাই সংকীর্ণ হয়ে গিয়েছে। ফলে বাসের দীর্ঘ লাইন নজরে এসেছে।