প্রতিবাদী মহিলা চিকিৎসককে ‘অভয়াকাণ্ড’ মনে করালেন সুপার
বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: তিনি প্যাথলজির চিকিৎসক। অথচ তাঁকে নাকি সেই ডিপার্টমেন্ট ছাড়া অন্য সব বিভাগেই কাজ করানো হচ্ছে। এমনকী, ইচ্ছাকৃতভাবে মাত্রাতিরিক্ত কাজের চাপ, বিশ্রামহীন শিডিউলে ফেলা হচ্ছে। শেষ নয় এখানেও। প্রতিবাদ করতেই ওই মহিলা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে অভয়াকাণ্ড মনে করিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে! এমনই গুরুতর অভিযোগ উঠল খোদ হাসপাতাল সুপারের বিরুদ্ধে। ভীত-সন্ত্রস্ত ওই মহিলা চিকিৎসক গোটা ঘটনাটি জানিয়ে শান্তিপুর থানা, নদীয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিসের ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।