• ভাড়াবাড়িতে মধুচক্রের আসর, ধৃত ২ যুবতী
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগ। সেই খবর পেয়ে বারাসতের বাদু এলাকা থেকে দুই যুবতীকে গ্রেপ্তার করল বারাসত মহিলা থানার পুলিস। পাশাপাশি দুই কিশোরীকেও উদ্ধার করেছে তারা। পুলিস জানিয়েছে, রোজ সন্ধ্যার পর ওই বাড়িতে অল্পবয়সি বা মাঝবয়সিদের আনাগোনা হতো বলে অভিযোগ। তা দেখে সন্দেহ হয় পড়শিদের। মাসখানেক ধরে বিষয়টি পর্যবেক্ষণ করার পর তাঁরাই খবর দেন বারাসত থানায়। বৃহস্পতিবার গভীর রাতে মহিলা পুলিসের একটি টিম হানা দেয় ওই ভাড়াবাড়িতে। দুই মহিলার কথায় সঙ্গতি না মেলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাছাড়া দুই নাবালিকাকেও উদ্ধার করা হয়। শুক্রবার ধৃত দুই মহিলাকে বারাসত আদালতে তোলা হলে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি কিশোরী দু’জনকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)