নিজস্ব প্রতিনিধি, বরানগর: নতুন বছরের শুভেচ্ছা জানানোর ব্যানারকে ঘিরেও রহড়ায় শাসকদলের গোষ্ঠী কোন্দল। কয়েকজন তৃণমূলকর্মীর বাড়ির জানালা লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। যদিও এনিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী রহড়া থানার পাতুলিয়ায় পঞ্চায়েতের আব্দুল লতিফ রোডে নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে ব্যানার, পোস্টার টাঙিয়েছিলেন। সেই পোস্টারে স্থানীয় পঞ্চায়েত সদস্যের নাম ছিল না।