নোদাখালিতে চুরির ঘটনায় ধর্ষণের মামলাও, গ্রেপ্তার ১
বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, বজবজ: নোদাখালি থানার রানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক বৃদ্ধা প্রথমে এক দুষ্কৃতীর বিরুদ্ধে মারধর করে সোনার গয়না হাতানোর অভিযোগ করেছিলেন। পরে তিনি অভিযোগ করেন যে, ওই দুষ্কৃতী তাঁকে ধর্ষণও করেছে। পুলিস প্রথমে চুরি ও মারধরের অভিযোগ করলেও পরে পরিবর্তিত পরিস্থিতিতে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করেছে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। এদিকে, শুক্রবার গোপন জবানবন্দি দেওয়ার জন্য ওই বৃদ্ধাকে আদালতে পাঠানো হয়। ডায়মন্ডহারবার পুলিস জেলার শীর্ষকর্তা সূত্রে দাবি, ওই বৃদ্ধা বাড়ি থেকে কিছুটা দূরে পরিবারেরই তৈরি একটি কালীমন্দির সংলগ্ন ঘরে থাকতেন। ২৯ ডিসেম্বর রাত প্রায় দেড়টার সময় যখন তিনি ঘুমোচ্ছিলেন, তখন এক দুষ্কৃতী জোর করে ওই ঘরে ঢোকে। তাঁকে মারধর করে সোনার গয়না হাতিয়ে নিয়ে যায়। প্রথম পর্বে পুলিসের কাছে এমনটাই বয়ান দিয়েছিলেন বৃদ্ধা। তার ভিত্তিতেই মারধর ও চুরির কেস রুজু করা হয়। একজনকে গ্রেপ্তারও করা হয়। কয়েকদিন কেটে যাওয়ার পর বৃদ্ধা ও তাঁর পরিবারের সদস্যরা বলছেন, ধর্ষণ করা হয়েছিল। ওই সূত্র জানিয়েছে, এই পরিস্থিতিতে আইন অনুসারে ফের ধর্ষণের কেস রুজু হয়েছে। অভিযুক্তকে জেরা করা চলছে।