রিয়েল এস্টেটে লগ্নির টোপ, ৭৯ লক্ষের প্রতারণা কাণ্ডে ধৃত দুই
বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাসত: প্রায় ৭৯ লক্ষ টাকার প্রতারণা মামলায় বারাসত থেকে দু’জনকে গ্রেপ্তার করল লালবাজার। অভিযোগটি দায়ের হয় বেনিয়াপুকুর থানায়। পুলিস জানিয়েছে, ধৃতরা হল শুভজিৎ রায় ওরফে ভোম্বল (৩৫) এবং বিক্রম রায় (২৪)। বৃহস্পতিবার রাতে লালবাজারের গোয়েন্দাদের একটি টিম বারাসত থানার পুলিসকে সঙ্গে নিয়ে পান্নাঝিল এলাকা থেকে ওই দু’জনকে ধরে। অভিযোগকারী হলেন বালিগঞ্জের ১৮ নম্বর রিচি রোডের বাসিন্দা বিশাল ডালমিয়া। গতবছর ৪ অক্টোবর তাঁর অভিযোগের ভিত্তিতে বেনিয়াপুকুর থানায় প্রতারণা ও জালিয়াতির একটি মামলা দায়ের করা হয়। অভিযোগটি ‘গুরুতর’ হওয়ায় তদন্তভার তুলে দেওয়া হয় লালবাজারের গোয়েন্দাদের হাতে।
প্রাথমিক তদন্তে লালবাজার জানতে পেরেছে, উত্তর ২৪ পরগনার সোদপুরের অমরাবতীতে বিশালকে এক রিয়েল এস্টেটে বিনিয়োগের টোপ দেওয়া হয়। এজন্য অভিযুক্তরা একটি জাল ‘ওয়ার্ক ওর্ডার’ বানায়। সেটিকে হাতিয়ার করেই তাঁকে ‘যৌথ বিনিয়োগের’ টোপ দেওয়া হয়। বিশালের কাছ থেকে কয়েক কিস্তিতে তারা মোট প্রায় ৭৯ লক্ষ টাকা হাতায়। বিপুল অর্থ ঢালার পরই বিশাল ‘প্রতারিত’ হয়েছেন বলে বুঝতে পারেন। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, প্রতারণার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।
শুক্রবার মুখ্য সরকারি কৌঁসুলি স্নেহাংশু ঘোষ জানান, শিয়ালদহের এসিজেএম ধৃত দু’জনকে ৮ জানুয়ারি পর্যন্ত পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।