• ভদ্রেশ্বরে যাত্রা ও লোকসংস্কৃতি উৎসব
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলিতে শুরু হল যাত্রা ও লোকসংস্কৃতি উৎসব। শুক্রবার ভদ্রেশ্বরের সুভাষ ময়দানে এই উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া ও জেলাশাসক মুক্তা আর্য। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ২৫০ জন শিল্পী অংশ নিয়েছিলেন। বিশেষ করে আদিবাসী লোকসংস্কৃতি শিল্পীদের উপস্থিতি ছিল নজরকাড়া। এদিনই কলকাতার যাত্রাপালা মঞ্চস্থ হয়। জেলা প্রশাসন জানিয়েছে, উৎসবে পুতুল নাচ থেকে বাউল, বহুরূপী থেকে রণপা, কাঠিনাচের মতো গ্রামবাংলার সাবেক জনপ্রিয় অনুষ্ঠান পরিবেশিত হবে।
  • Link to this news (বর্তমান)