• মৎস্যজীবী বন্ধু প্রকল্পের টাকা বিলি হুগলিতে
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির ১০ জন মাছচাষির পরিবারকে সরকারি মৎস্যজীবী বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হল। তাৎপর্যপূর্ণভাবে, এই দশজন মৎস্যজীবী সম্প্রতি প্রয়াত হয়েছেন। এদিন তাঁদের পরিবারের হাতে ওই প্রকল্প বাবদ ২০ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। চুঁচুড়ার মীনভবনে এদিন এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে জেলা পরিষদের প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী উপস্থিত ছিলেন। তিনি বলেন, মৎস্যজীবী বন্ধু কার্ড যাঁদের নামে ছিল, তাঁরা মারা গিয়েছেন। কিন্তু তাঁদের পরিবারের কথা বিবেচনা করে সরকার প্রকল্পের টাকা অনুমোদন করে দিয়েছে। এতে ওই পরিবারগুলির জীবনযাপনের সুবিধা হবে। আরও দশজন মৎস্যজীবীকে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)