• নরেন্দ্রপুরে মদ্যপদের তাণ্ডবের ঘটনায় অধরা অভিযুক্তরা
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুর থানার রানিয়ায় মদ্যপ যুবকদের তাণ্ডবের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। জানা গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে পাঁচজনকে চিহ্নিত করেছে নরেন্দ্রপুর থানার পুলিস। কিন্তু তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। কারণ স্থানীয় বাসিন্দা ওই যুবকরা এখন সকলেই এলাকাছাড়া। পুলিস শুক্রবার তাঁদের বাড়িতে গিয়েছিল। কিন্তু কাউকে পাওয়া যায়নি। এদিকে ওই ঘটনার পর থেকে রানিয়ার অরবিন্দনগরের বাসিন্দারা আতঙ্কে আছেন। কেন পুলিস দুষ্কৃতীদের এখনও ধরতে পারল না, সে প্রশ্ন তুলেছেন তাঁরা। বারুইপুর থানার পুলিস জেলার তরফে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান জারি আছে। দ্রুত ধরা পড়বে অভিযুক্তরা। প্রসঙ্গত, বুধবার ভোররাতে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক অরবিন্দনগরে মানিক সাহু নামে এক ব্যক্তি ও এক ব্যবসায়ীর কারখানায় হামলা চালিয়েছিল বলে অভিযোগ। ভাঙচুর হয় একাধিক গাড়ি।
  • Link to this news (বর্তমান)