নিজস্ব প্রতিনিধি, বারাসত: ইটভাটার জমি থেকে মাটি কেটে পাচারের অভিযোগে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তাঁরা লিখিত অভিযোগও দায়ের করেছেন দেগঙ্গা থানায়। সেই সঙ্গে মাটিয়ার বুনোরআটি এলাকার তিনফসলি কৃষিজমিতে মাটি মাফিয়াদের থাবা বসিয়েছে বলে অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবাদে স্থানীয়রা বেড়াচাঁপা-বাদুড়িয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় শুক্রবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার দোগাছিয়া গ্রামে ৪৫ বছর ধরে চলছে একটি ইটভাটা। ৩০ বিঘা জমির ওই ভাটায় ৭০ জনের জমি রয়েছে। ৩০০ জন শ্রমিক সেখানে কাজ করেন। প্রতি বছর লিজের ভিত্তিতে ইটভাটার মালিক পরিবর্তন হয়। অভিযোগ, সেই মালিকের অধীনে থাকা জমি থেকেই মাটি কেটে পাচার হচ্ছে। প্রতিবাদ করলেই হুমকির মুখে পড়তে হচ্ছে জমির মালিক ও শ্রমিকদের। শ্রমিকদের অভিযোগ, এখনও তাঁদের পারিশ্রমিক বকেয়া রয়েছে। টাকা পাচ্ছেন না জমির মালিকরাও। অথচ ইটভাটার জমি থেকে মাটি কেটে পাচার চলছে দেদার। দীপালি দাস নামে এক জমি-মালিক বলেন, ‘জমি থেকে মাটি কাটা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছিলাম। তাই দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে। পুলিস উপযুক্ত পদক্ষেপ করুক।’ দেগঙ্গা থানার পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, রাতের অন্ধকারে মাটিয়া থানার বুনোরআটি এলাকায় তিনফসলি জমি থেকে মাটি কেটে পাচার করা চলছে বলে অভিযোগ। এর প্রতিবাদে এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, জমির চরিত্র বদলে দেওয়ার চক্রান্ত চলছে। সব্জির গাছ সহ মাটি কেটে নিচ্ছে মাফিয়ারা। পুলিস এক্ষেত্রে কড়া পদক্ষেপ করুক, চাইছেন বাসিন্দারা। এদিন সকালেই মাটিয়া থানার পুলিস এসে মাটি কাটার একটি জেসিবি আটক করে। পুলিসের এক কর্তা বলেন, ‘অভিযোগ এলেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিনও তাই করা হয়েছে।’