পুলিস সূত্রে খবর, চৌরাস্তায় ডায়মন্ড হারবার দুটি বাসের রেষারেষি চলছিল। বাড়ি গলিতে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়েছিল সানার গাড়ি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে গাড়িতে। গাড়ির একদিক তুবড়ে গিয়েছে। একটা জানলার কাঁচ ভেঙেছে। তবে যেদিকে বাসটি ধাক্কা মারে, তার উল্টোদিকে বসেছিলেন সানা। ফলে অল্পের জন্য রক্ষা পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তৎপরতায় সানাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানিয়েছেন, বাসের ধাক্কা গাড়িটি উলটে যেতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তৎপরতায় সানাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আটক করা হয় চালককে।