পশ্চিমি ঝঞ্ঝার গেরো কাটিয়ে গত তিন–চার দিন কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে ভাবে গত কয়েক দিন পারাপতন হয়েছে, তাতে ফের লাগাম টানতে চলেছে ঝঞ্ঝাই।
বৃহস্পতি ও শুক্রবার— পরপর দু’দিন কলকাতা চলতি শীতের মরশুমে এখনও দ্বিতীয় শীতলতম দিন দেখেছে। টানা দু’দিনই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গত দু’–তিন দিন ঠান্ডার নিরিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংকে কাঁটে কি টক্কর দিচ্ছিল দক্ষিণবঙ্গের পুরুলিয়া। শুক্রবার আবার ফোটো–ফিনিশে পুরুলিয়া পিছনে ফেলে দিয়েছে দার্জিলিংকে।
আলিপুর আবহাওয়া অফিসের তথ্য বলছে, শুক্রবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পুরুলিয়া ৬.১। ঝাড়গ্রাম (৮.৫), শ্রীনিকেতন (৮.৬), বর্ধমান ও আসানসোলের (৯.৬) মতো দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জায়গাতেও সর্বনিম্ন তাপমাত্রা সিঙ্গল ডিজিটে নেমে এসেছে। ঠান্ডার নিরিখে দক্ষিণবঙ্গের এই এলাকাগুলি পাল্লা দিয়েছে উত্তরবঙ্গের বাগডোগরা (৮.৬), কালিম্পং (৯.৫), জলপাইগুড়ি (৯.৪), কোচবিহারকে (৯.৭)। তবে আবহবিদরা জানাচ্ছেন, ঠান্ডার এই দৌড় দক্ষিণবঙ্গে আপাতত সাময়িকই।
এ দিন সন্ধেয় আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ, শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বড় একটা বদল হবে না। তবে তারপরে আগামী তিন দিনে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২–৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কারণ, ইরানের পূর্ব অংশের উপর একটি পশ্চিমি ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের আকারে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর–পশ্চিম ভারতে অনেক জায়গায় আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকছে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা সে ভাবে নামতে পারছে না। আবার দিনে সূর্যের দেখা না–মেলায় সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়ে কোল্ড–ডে বা শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহবিদরা জানাচ্ছেন, যে উত্তুরে হাওয়া উত্তর–পশ্চিম দিক থেকে মধ্য ভারত হয়ে বাংলা তথা পূর্ব ভারতে কনকনে ঠান্ডা নামায়, সেই হাওয়ার পথ পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই রুদ্ধ হয়ে যাচ্ছে। ফলে দক্ষিণবঙ্গে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ক’দিন পারপতন পতন আটকে যাবে। কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় আগামী কয়েক দিন সকালের দিকে মাঝারি কুয়াশার দাপট চলবে।
উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে অবশ্য চিত্রটা ভিন্ন। সেখানে দার্জিলিং, কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় সকালের দিকে কুয়াশা থাকবে। আগামী মঙ্গলবার নাগাদ দার্জিলিংয়ের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি আগামী কয়েক দিন এ রকমই থাকলে দার্জিলিংয়ে বরফ আর কলকাতায় থমকে যাওয়া শীতই আপাতত ভবিতব্য!