• বউদিকে কুপিয়ে খুন দেওরের, দুর্গাপুর কাণ্ডে গ্রেপ্তার ১
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৫
  • পারিবারিক অশান্তির জেরে বউদিকে কুপিয়ে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে। মৃতার নাম বিন্দু রুইদাস (৩২)। আহত মৃতার শাশুড়িও। অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে গ্রেপ্তার করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। আহত শাশুড়িকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, শনিবার সাত সকালে বউদির সঙ্গে বিষ্ণুর বচসা শুরু হয়। ঝগড়া চলাকালীন বিষ্ণু ধারালো অস্ত্র দিয়ে বউদির গলায় এবং শরীরে একাধিকবার কোপ বসায়। বিন্দুর শাশুড়ি এসে বিষ্ণুকে থামানোর চেষ্টা করলে তাঁর শরীরেও কোপ বসায় ছেলে। তাঁদের চিৎকার শুনে পাড়ার লোকজন জড়ো হন।

    অভিযুক্ত বিষ্ণু রুইদাসের ভাইয়ের মেয়ে প্রিয়া রুইদাস জানান, বিন্দু সম্পর্কে তাঁর কাকিমা এবং বিষ্ণু কাকু হন। সকাল সকাল তাঁর মা ফোন করে জানান, দু’জন ফের ঝগড়া করছে। প্রিয়ার কথায়, ‘বিষ্ণুর কোনও রোজগার ছিল না। ওর স্বভাবও ভালো ছিল না। আমাকে মোবাইলে অশালীন ছবি পাঠাত। এই ঘটনার পর আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষ্ণুকে যাতে পুলিশ কোনওভাবেই রেয়াত না করে সেই আবেদন করব।’

    ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে বিন্দু এবং বিষ্ণুর মধ্যে ঝগড়া শুরু হয়েছিল? তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুবীর রায় বলেন, ‘অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে আমরা দ্রুত গ্রেপ্তার করেছি। পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান। তবে খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’ ইতিমধ্যেই মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

  • Link to this news (এই সময়)